রুমি ভাই একটু হাসুন
- সালাম আলী আহসান - আমি আমিত্ব ২০-০৫-২০২৪

হেমন্তের নীল আকাশে
কেন বর্ষার ঘনঘটা
রুমি ভাইয়ের মায়াবী মুখে
কেন রাজ্যের বিষণ্ণতা

কি হয়েছে আপনার ?
সেই মিষ্টি হাসি
সেই মজার মজার কথা
নতুন নতুন স্বপ্ন
সব কি হারিয়ে যাবে?

আমরা সবাই মুখোশ পড়ে আছি
হয়তো নিজের সাথে প্রতারণা করি
প্রতিদিন প্রতিক্ষণ
যাকে আমরা বেশি ভালবাসি
তাকেই আমরা কষ্ট দেই বেশি
সর্বদায় সর্বক্ষণ

জোরে একটা চিৎকার করুন
রুমি ভাই
সারাজাহান যেন কেঁপে উঠে
সব নক্ষত্র যেন খসে পড়ে

তা যদি না পারেন
তবে একটু হাসুন
সবাই যেন বলে
ওই যে আমাদের রুমি ভাই
যার সবার চেয়ে দারুন হাসি ।
২৭-০৯-১৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।