খুব ইচ্ছে হয়
- সালাম আলী আহসান - আমি আমিত্ব ২০-০৫-২০২৪

কালো মেঘে ছেয়ে রয়েছে এ জীবন
একাকীত্ব দৈত্যের মতো ছিরে খাচ্ছে
হ্রদয়ের রক্তক্ষরণ আর চোখের জ্বালা
জাহান্নামের যন্ত্রণা প্রতি মুহূর্তে পাচ্ছি

খুব ইচ্ছে হয়
কারো সাথে কথা বলি
কষ্টগুলো শেয়ার করি
নতুন সুখ সৃষ্টি করি

ইচ্ছেগুলি কেমন যেন রূপকথার মতো
ভাবতে ভাল লাগে
কল্পনাকে দিয়ে কি সৃতি গড়া যায়?

ভালবাসা, ভাল লাগা কেমন জানি ভোঁতা হয়ে গেছে
কিচিরমিচির করে পাখিগুলো উড়ে যাচ্ছে
বন্দি খাঁচায় সেই আমি একাকি রয়ে যাই
দরজা খোলা তারপরে আমি বের হতে পারি না

মনে মধ্যে এক হযবরল রাজ্য গড়ে রেখেছি
পাগলা রাজা, পাগলা প্রজারা নৃত্য করে একসাথে
কেউ হয় গুম, কেউ হয় নিহত
লাশ নিয়ে ব্যবসা করে, চেতনা বিক্রি করে

মুক্তি চাই কবিত্ব থেকে
এ এক যন্ত্রণা
সত্য বলতে চাই
কেউ শুনতে চায় না
গলা চেপে ধরতে চায়
জিবহা টেনে ছিঁড়তে চায়

আমি কিছু বলতে চাই
আমাকে বলতে দাও ।
১০-১০-১৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।