গোধূলি বেলা
- সালাম আলী আহসান - রাজকুমারী ২০-০৫-২০২৪

আমি সারাদিন অপেক্ষায় থাকি
তুমি কখন বলবে,
আপনি কেমন আছেন?

এই কথাটা শুনার পর
আমার সারা শরীরের লোম
খাঁড়া হয়ে যায়
হৃদয়ের কম্পন বেড়ে যায়
চিৎকার করে কিছু বলতে চাই

তুমি বলে রাশির মতো দেখতে
কভু তোমার সাথে দেখা হবে
হাতে হাত রাখা হবে
চোখে চোখে মিলন হবে

তুমি থাক মাগুরা
আমি থাকি ঢাকা
কত মাইলের ব্যবধান
মিটবে কি কভু?

অতির সাথে গোধূলি বেলা
পার্থক্য তো মেলা
আসো প্রিয়া করি খেলা
পড়াই তোমায় ফুলের মেলা।
২৭-১২-১৪

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।