তোমায় মিস করি
- সালাম আলী আহসান - রাজকুমারী ২০-০৫-২০২৪

তোমায় আমি খুব মিস করি
আমি তোমাকে প্রতি নিঃশ্বাসে মিস করি,
প্রতি স্পন্দনে মিস করি,
প্রতিক্ষণে মিস করি,
প্রতি শব্দে মিস করি,
প্রতি ইচ্ছায় মিস করি,
প্রতি রক্তের বিন্দু দিয়ে মিস করি,
প্রতি আবেগে মিস করি,
প্রতি কবিতায় মিস করি।

তুমি কি আমাকে মিস কল বানিয়ে দিবে?

বাপন ভাবি স্বামী অর্থাৎ আমার রুমি ভাই বলছে
যে তাঁর প্রেশার ল হয়ে গেছে।

আমি তাকে আসার সময় উপদেশ দিলাম,
আপনি এক ঘণ্টা দৈনিক বাপন ভাবীর সাথে কথা বলবেন
আর আপনার সব অসুখ দূর হয়ে যাবে।

যেমন আমার হচ্ছে
তুমি আমার টনিক।
তুমি আমার সব অসুখে ওষুধ

তুমি জানো তুমি আমার জীবনে আশার পর
আমার কর্ম শক্তি বেড়ে গেছে।
আগে এক কাজ অনেক সময় নিয়ে করতাম।
এখন কাজ দিলেই তা অনেক তাড়াতাড়ি শেষ করে দেই।

তুমি আমার আত্মা।
আত্মা ছাড়া কি দেহ থাকে?

আমি আবার প্রাণ খুলে হাঁসতে পারি,
তোমাকে নিয়ে গান গাইতে থাকি।

আমি সাধারণত নামাজের পর দোয়া করতাম না।
আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম খুব প্রয়োজন হলে
তবে আল্লাহুর কাছে চাইবো।
আজ আমি তোমাকে চেয়েছি।
১৫-১-২০১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।