বর্ষা মুখর ক্ষণ
- সালাম আলী আহসান - রাজকুমারী ২০-০৫-২০২৪

রিমি ঝিমি বর্ষে সারাক্ষণ
হৃদয়ে কম্পন ধরে
দিয়ার মুখ খানি ভেবে
আবেগ উতলিয়া পড়ে

ভিজিয়া সারা দেহ
অশ্রু লুকিয়ে ফেলি
বেদনার জ্বালায়
লাশের মতো চলি

তুমি পেলে কষ্ট
আমি তারচে বেশি পাই
ক্ষত এই হৃদয়
তুমি বিনা আমি নাই

রাজকুমারী দিয়া
তুমি কি রাগ করলে?
আমি মরে যাব
তুমি কি যে বললে?

আমার তোমার দরকার নাই
আমি হয়তো কবি
আমি কি তোমার যন্ত্রণা ?
বিরহের শেষ ছবি।
৬-৪-১৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।