আমি নজরুল
- সালাম আলী আহসান - আমি আমিত্ব ২০-০৫-২০২৪

আমি নজরুল, আমি নজরুল
রেগে গেলে সকলকে চড়াই শূল
দিল খুল, দিল খুল
পরিয়ে দিব রঙিন ফুল
চিৎকার করে হাসি, দানবের মতো হাসি
ওই শালি ভারতকে বানাবো বাংলার দাসি
স্বৈরাচারীর রক্তচক্ষু ভয় পাই না মুই
জিহ্বা টান দিয়ে শিলাই করে দিয়ে সুই

আমি নজরুল, আমি নজরুল
আল্লাহু আমায় সৃষ্টি করে করেছে ভুল
যত মাজার আছে সব ভেঙ্গে করবো ছাড়কার
ভণ্ড পীরদের পিটিয়ে মুরীদসহ পুড়িয়ে মারা দরকার
কোথাও আমি শিরক আর বেদাত রাখবো না
আল্লাহু ছাড়া কোন মানুষের কথা মানবো না

আমি নজরুল, আমি নজরুল
বছরে মাত্র দুইবার দাও মোর কবরে ফুল
পচনশীল সেই ফুল আমার কোন কাজে আসবে না
টিভিতে মুখ দেখাবার জন্য তোদের আসতে হবে না
আমি চাই শোষণ মুক্ত সমাজ
সকল বাংলাদেশী শপথ নিন আজ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।