ভালবাসার রং লাল
- মোরাদ হোসেন চৌধুরী ১৭-০৫-২০২৪

,
সেই কবে হয়েছিল সখ্যতা আমাদের
বোধ, হয় সহস্র সময় পেরিয়েছে
ভালবাসাগুলো ও রং পাল্টিয়েছে
নিত্য ভালবাসা সাজে নতুন সাজে
সবই বুঝে হৃদয়, পলকের ভাজেঁ ভাজেঁ
,
সেই তুমি ছিলে মোর অন্তর্যামী
অক্ষিগোলক দর্শনে শুধু তুমি ই ছিলে,
প্রথম এবং শেষ তুমিই পাজরে সুপ্ত কথার
ব্যাখ্যা করেছিলে।
কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে প্লাবিত
করেছে আমায়
চোখ মেলে দেখি, ভিন্নতা তোমার
তোমায়
ভালবাসা হারিয়েছে রং
ফন্দি আঁটানো মিথ্যের দেয়াল
ভালবাসা আজ হল নীল থেকে লাল।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।