আনলক কাহিনী
- সিয়ামুল হায়াত সৈকত ১৭-০৫-২০২৪

গেটলক— বস্তাপঁচা কবিতা আই-হেট!
যা খায় মুড়ি, বাদামের ঠোঙায়; কি করে বলো পৃষ্ঠায় যায়?
একটু ছাপিয়ে কি করি?রেখে দিব নাকি সাজিয়ে?
ধূর ব্যাটা দূর হ! এ কি কবিতা?বিশ্রী সব-ই তা! দূর হ!
কোন স্যার নেই, আজ তবে মার দেই?ছাপিয়েই?
আরে বাবা হবেনা—আজ কিছু হবেনা—
রেখে যা, দেখি কোনো কাল পারিকিনা
শিশুদের পাতাটা খালি নাকি আশুতোষ?
দেই তবে ছাপিয়েই ছড়াটা..

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।