অনুপদ্য-৩৮
- কর্মকার অনুপ কুমার ১৭-০৫-২০২৪

আমি না হয় ভুল করে নষ্ট দুপুরে সুর তোলা নুপুরে
হৃদয়টাই অঞ্জলিবদ্ধ করে ছিলাম তোমার অজান্তে,
প্রহর গুনে বুকের খুনে বালু শৈবালে পদ্ম হয়ে ফুটে ছিলাম
এক্কাদোক্কা থোকাথোকা দুঃখ বোনার অবশ ক্ষণে।

তবু সে ভালোবাসার নাম ছিল তুমি
তবু সে ভালোবাসার নাম ছিল তুমি

২১-০৭-২০১৫ইং
বরিশাল

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।