ভালোবাসাকে ঘৃণা করতে শিখ না
- মিজানুর রহমান নীল ১৮-০৫-২০২৪

ভালোবাসাকে ঘৃণা করতে শিখ না
ভালোবাসা কথাটি’র সাথে ঘৃণা কথাটি যায় না
বেমেনান, একেবারে বেমানান।
সূর্যকে ভালোবেসে দিনকে অস্বীকার
বেমেনান, একেবারে বেমানান।
চাদ’কে ভালোবেসে রাত’কে অস্বীকার
বেমেনান, একেবারে বেমানান।
ভালোবাসা’কে ভালোবাসা দিয়ে ঘৃণা করতে হয়
ডায়মন্ড দিয়ে যেমন ডায়মন্ড কাটা হয়
ভালোবাসা কথাটি’র সাথে ঘৃণা কথাটি যায় না
বেমেনান, একেবারে বেমানান।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।