চাপা ইচ্ছে
- ফারিহা নোশীন বর্ণী ২১-০৫-২০২৪

কী হবে এতো কাজ কাজ করে?
কিছু দিন থাকুক নাহয় আলসেমিতে ভরে,
চারিদিকে তো মানুষ সবাই
মাঝে মাঝে হৃদয়ও তো কিছু চায়!

কী হবে এতো রাগারাগি করে?
কিছু কথা, কিছু দুঃখ যাই না ভুলে;
কড়া কড়া কথাগুলো বাতাসে উড়াই,
বাষ্পের মতো ফুঁ দিয়ে দিয়ে কান্না ভাসাই।

কী হবে এতো অভিমান করে?
কিছু বরফকে নাহয় দিলাম পানিতে গলিয়ে;
সময়গুলো আমাদের বড়ো দ্রুত যায় অবিরাম,
মাঝে মাঝে নাহয় মুছিয়ে দিলাম কপালের ঘাম!

ইচ্ছে করেই বাড়াই টুকরো আনন্দের ক্ষণ
যেদিকে যায় সে যাক, সাথে নিয়ে আমার মন
সঙ্গে থাকুক ঠোঁটের কোণে একচিলতে হাসি
আর তার একটি হাত, যাকে আমি ভালোবাসি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।