বার্নিশ
- আশরাফুল ইসলাম শিমুল - ইচ্ছেখুশী ২০-০৫-২০২৪

"তোমাদের ব্যালকনিতে মৃত আকাশ ছেঁয়েছিলো
পাথরের ঢেউয়ে ঢেউয়ে,
শূন্য প্রান্তরে উড়েছিলো ধুলোবালি,
দস্যি প্রহরে জেঁগেছিলো দিগন্ত
মরা বৃক্ষ -
প্রেম পেয়েছিলো নরপশুর স্পর্শ,
ধর্ষিত স্মৃতি গুলো বিবর্ণে প্লাবিত হয়ে
ঠেলে দিয়েছিলো আকাশ,
তার আকাশ ছিলো না কখনো ,
আকাশ বলে কিছু নেই।।"

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।