ভাঙ্গা-গড়া
- আবদুল্লাহ আল মামুন ১৭-০৫-২০২৪

এভাবে আর কতটা মিছে মিছে স্বপ্ন দেখব
নিত্য দিনে তোমায় নিয়ে ?
আর কতবার স্বপ্ন ভাঙবো রাতের ঘোরে ঘুম ডিঙ্গিয়ে ?
স্বপ্ন চোখে দুচোখ বুজে আর কতবার ধরনা দিব
তোমার কাছে আমার মনের বার্তা নিয়ে ?
আর কতবার ঘুমের ঘরে স্বপ্ন ঘোরে বিবর হয়ে
বৃটিষ্ট রানীর সিংহাসনে তোমায় শুধু রানী করে,
এ পৃথিবীর রাজা হব ?
আর কতবার মনের ঘরে উজাড় করে, ভালবাসার সব বিলিয়ে
একা আমি নিঃস্ব হব ?
আর কতবার প্রেমের খেলায় খুব সহজে তোমার কাছে হেরে যাবো ?
ভালবাসার কাঙ্গাল হয়ে আর কতদিন বোকার মত
প্রেমের পথে ঘুরবো আমি ?
জীবন দশায় দুঃখ গুলো বুকের মাঝে ধারন করে ভবঘুরে
আর কত দূর চলবো আমি ?
আর কতকাল শূন্য মনে অপূর্ণতায় সমাজ চোখে
ব্যর্থ প্রেমিক গন্য হব ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।