আজকাল দাদু মনি
- সাইদুর রহমান ২০-০৫-২০২৪

দাদু মনি হাটতে শিখেনি এখনো
হামাাগুড়ি দিয়ে এঘর ওঘর বিচরণ তার;
খুঁজে বেড়ায় নব নব খেলনা যেন
বগলে ধরলে, কি নেশা দিগ্বিদিক ছোটার।

দাঁড়াতে গিয়ে পেলে একটু ব্যথা
মায়াবী ঐ চোখ দু’টি অশ্রুতে একাকার;
এখন যেন বুঝতে পারে সব কথা
খেলায় সাথি আমি, বিস্বাদ তখন খাবার।

উঠোনে যেই, দূরের ঐ চন্দ্র তারা
কোমল হাত নেড়ে নেড়ে আসতে ডাকে;
কাছাকাছি কেউ, দাদুর হাত নাড়া
বড় হলে খুঁজবে কি আমায় নক্ষত্রলোকে ?

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।