খনির বন্দর
- খালিদ হাসান (খালেদ রাব্বি) - কালের আঁচল ২০-০৫-২০২৪

চীন নয় , রাশিয়া নয়,
নয়তো দক্ষিণ আফ্রিকার দেশে,
এবার তা যে পাওয়া গেল
খোদ ই বাংলাদেশে।
সকাল বিকাল দেখা মিলে
শুধুই বিমান বন্দরে,
পত্র পত্রিকায় ভেসে আসে
তার পরে যায় অন্দরে।
খনি যেন বন্দরগুলো
শ্রম বিহীন উৎপাদন,
দেশ জুড়ে ভাই এবার
করবে কি কেও আর নিধন।
হচ্ছে কি সব পেট ভরানো
দেশটা জুড়ে ভাই,
সারা দেশে কি এমন একজন
ভাল মানুষ নাই।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।