একটি ভোরের জন্য
- খালিদ হাসান (খালেদ রাব্বি) ২০-০৫-২০২৪

একটি ভোরের খোঁজে
হেটে চলেছি কালের পথ,
ঝড়ে পরা হলুদ পাতায় দেখেছি নিশান
করেছি খোঁজার শপথ।
তীরে ভিড়াব তরী জমিনে রাখিব পা
দেখিবে সবাই ধরণীর বুকে,
চষিয়া চলেছি কালের ভূমি
ইচ্ছে যদি থাকিতে পারি সুখে।
খুঁজি কিরণরাশি থেকেও দূরে
খুঁজি পর্বতশৃঙ্গের উপর একটি ভোর,
কান্তার দেশে আন্ধার প্রবাসী
বর্ণ কুল দিয়ে বানিয়েছি মহা অন্তর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।