ভাঙ্গা তরী(সনেট)
- পদ্মনীল ১৭-০৫-২০২৪

জীবনের ভাঙ্গা তরী উড়াইয়া পাল,
ভাসাইয়া মন যমুনায় মাঝি ভাই।
জীবনের ভাঙ্গা চলে নিরবধি কাল,
শক্ত হাতে মাঝি ধরো নাওয়ের হাল।
ঘাটে ঘাটে ভিড়াও তরী একটু থেমে,
নদীর ঘাটে ভাঙ্গা তরী থামে নিরবে।
জীবন তরী নিরবধি চলছে ভাই,
ভাঙ্গা তরী চলছে কুল কিনারা নাই।

জীবন আমার ভাঙ্গা তরী নাই পাল,
ভাঙ্গা তরী জীবন চলবে কত কাল।
জীবন তরীর ছেড়া পাল উড়িয়েছি,
ভাঙ্গা তরী জীবন কেমনে সাজিয়েছি।
ভাঙ্গা তরী জীবন চলা বড়ই দায়,
ভাঙ্গা তরী জীবন চলছে বুঝি তাই।

( সনেট কবিতা)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।