বৃষ্টি নামুক
- হাসানুল করিম ১৭-০৫-২০২৪

উৎসর্গ- প্রিয় কবি রুদ্র গোস্বামী দাদা কে

একদিন ভালোবাসার বৃষ্টি নামবে
শোরগোল করে তুমুল বৃষ্টি নামবে
মায়াবতী মেঘ নেমে আসবে শীতল বৃষ্টি হয়ে
ঝোপ ঝাড় আর নগরী কাঁপিয়ে প্রশান্তির বৃষ্টি নামবে
তন্ময় হয়ে বৃষ্টির তোলপাড় দেখবো
ক্ষমতার রুদ্র উত্তাপ থেমে যাবে
নষ্ট আত্মার দৌরত্ত থামবে
ঝলসে যাওয়া আত্মাগুলো শীতল হবে,
খুব শীতল,
হারানোর ব্যথারা ধুয়ে যাবে।

আচ্ছা, বৃষ্টি হলে কি শকুন উড়ে?
না ত।
তাহলে বৃষ্টি নামুক;
পবিত্র বৃষ্টি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

junayedbrahman
২৪-০৪-২০১৬ ০২:১৪ মিঃ

বাহ!