কঙ্কণা (৩৯)
- সুপ্রিয় দত্ত - কঙ্কণা ১৭-০৫-২০২৪

মাঝে মাঝে পৃথিবীর বুকে খালি পায়ে হাঁটা ভালো মন ভালো থাকে জীবনটাকে শুধরে নিতে আবার অ আ- ক খ থেকে শিখে নিতে চাই যদিও প্রকৃত সত্য বেডকভারের নীচে শুয়ে থাকা নোট গুলোর মত "প্রয়জন নেই" শব্দটার মধ্যে তোমায় ব্যাবহার করেছি বহুবার প্রতিটি শিরায় শিরায় রক্তকনিকায়

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।