এপিটাফ
- হাসানুল করিম ১৭-০৫-২০২৪

আমি তোমাকে লিপিবদ্ধ করেছি ভালোবাসায়
প্রতিটি লোমকূপে ভালোবাসার এপিটাফ বসেছে একান্ত যত্নে
উড়ন্ত ঈগলের দুরন্ত ডানায় টেনে এনেছি আকাশ
আকাশ হতে মেঘ,
মেঘ হতে মাদকতা
আর মাদকতা হতে বৃষ্টির তোলপাড়
তার পর শকুনের আঁচড়
মৃত্যু মিহি ঘুম
চোখের তারায় অগ্নিভূক নক্ষত্র জ্বলে
অনলে পোড়ে অনাশ্রিত গৃহহীন মমতা
ভালো থেকো প্রিয় ভালোবাসা
জেগে থেকো স্বপ্ন দেখার প্রিয় দুঃস্বপ্ন সময়
জেগে থেকো সমাগত অগ্নি লেলিহান শিখা
জেগে থেকো বুকের খাঁচায় ঝুলে থাকা দানব নরক

প্রনয়ের মহাপ্রয়াণে জানিনে কার পূন্য কার পাপ,
তবুও যত্নে গড়েছি প্রিয়তমা সমাধিস্থ হৃদয়ের এপিটাফ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

hasanulkarim
০১-০৪-২০১৭ ২০:৩৩ মিঃ

আমি তোমাকে লিপিবদ্ধ করেছি ভালোবাসায়
প্রতিটি লোমকূপে ভালোবাসার এপিটাফ বসেছে একান্ত যত্নে
উড়ন্ত ঈগলের দুরন্ত ডানায় টেনে এনেছি আকাশ
আকাশ হতে মেঘ,
মেঘ হতে মাদকতা
আর মাদকতা হতে বৃষ্টির তোলপাড়
তার পর শকুনের আঁচড়
মৃত্যু মিহি ঘুম
চোখের তারায় অগ্নিভূক নক্ষত্র জ্বলে
অনলে পোড়ে অনাশ্রিত গৃহহীন মমতা
ভালো থেকো প্রিয় ভালোবাসা
জেগে থেকো স্বপ্ন দেখার প্রিয় দুঃস্বপ্ন সময়
জেগে থেকো সমাগত অগ্নি লেলিহান শিখা
জেগে থেকো বুকের খাঁচায় ঝুলে থাকা দানব নরক

প্রনয়ের মহাপ্রয়াণে জানিনে কার পূন্য কার পাপ,
তবুও যত্নে গড়েছি প্রিয়তমা সমাধিস্থ হৃদয়ের এপিটাফ।