জীবন তরী
- শরিফুল ইসলাম ২০-০৫-২০২৪

আজিকের আকাশে তারা বিহীন চাঁদ একা ধুসর অন্ধকারে পৃথীবিটা পড়েছে ঢাকা। খুজেফিরী দিনগুলি তিমির রাত্রে একা বসা আপনকে আপন ভেবেই ছিল সব ভরসা। ভেসেগেছে স্রতের মত আপনজন ছিল যত দুর গগনে চোখের অন্তরালে আছি ভাল কত। ভুলিনায় কিছু,অন্ধকারই ছুটে আসে পিছু জীবনের ছিল যত গুনোগান হারিয়েছি কিছু। নাই কিছু নাই,তায়তো মনে হয়,হরিয়েছি সব সব কিছু আছে জীবনের পিছে,ভালবাসার রব। আকাশের নিলীমায় মিশে গেছে সবই,জেগেছে তাঁরা ইর্ষায় ভুলে বিবাদের ঘন বর্ষায় মিলেছে যারা। রক্তের বাধন ভায়ের মতন কেও কি আছে ভুবনে? সেও তো গেছে ভুলে,বিগত দিন চাপা দিয়েছি মনে। কষ্টেরবুকে ধামাচাপা দিয়ে চলেছি কত,দিন,মাস,বছর মৃত্যুর সাথে পঞ্জালড়ে কেটেছে কত প্রহর। পয়নি কাছে সবই তো মিছে এ ধুলির ধারায় যত ছিল আপন সবায়তো জ্ঞাপন সার্থপরতায়। এতেই তো সবায় খুশি,আমি বিধির দোষে দুষী অথৈয় ভাবনায় কাটে নীশি তবুও করিনি তুষী। জীবনে ভূল হয়েছে যত,শিক্ষা পেয়েছি তত বুকফাটা আর্তনাদে গুমরে কেদেছি কত। তবুও তলিয়ে যায়নাই জীবনের জয় ভেরী একবুক আশা নিয়ে উত্তাল সমুদ্রে ছেড়েছি তরী। ------------------
চৌগাছা০৪৷০১৷২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।