অচেনা পথে
- আবদুল্লাহ আল মামুন ১৭-০৫-২০২৪

আমায় তোমরা জেনে নাও নারী
চিনে রাখো আমার মনের প্রবেশদ্বার ঘর-বাড়ি
আমার দেহের রং খুব কালো
মুখে রয়েছে দেবদাসের মত গোঁপ-দাড়ি ।

যদি কোনদিন জীবনের দৌড়ে হেরে যাও কেউ
চলে এসো, তোমরা চলে এসো নিঃসংকোচে নির্ভয়ে
আমার মনের ঘরে গড়ে নিও নতুন করে প্রেমের ঘর-বাড়ি ।

আমি এক অচেনা পথিক দেখা হবে তোমাদের সাথে অচেনা পথে
আমায় তোমরা খুঁজে পাবে রাস্তার ধারে ঝোপঝাড়ে
বেতের লীলার মত আমার দুঃখ গুলো ছড়িয়ে আছে তোমাদের নগরে,
আমায় তোমরা খুঁজে পাবে শত কষ্টের সাগরে ।

যদি কোনদিন পথ ভুলে এসো এ অচেনা পথিকের ঘরে
মাথার মুকুট হয়ে রবে জীবনে অনন্ত কাল বাঁচিবার তরে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।