খেলা
- ঋয়াজ মজুমদার - ছন্নছাড়া ১৭-০৫-২০২৪

বাবা কখন বাজার যাবে
কিখন যাবে কাজে
সারাটা দিন মনের ভেতর
এই কথাটা বাজে
বাবা বাইরে গেলে তবে
খেলব একা খেলা
মজার খেলা ভেবেছিলাম
কালকে রাতের বেলা।
দরজা খুলে বাইরে গিয়ে
সাজব আমি রাজা
শক্ত হাতে দেব আমি
দৈত্য দানোর সাজা

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।