একঝাঁক বালিহাঁস
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

একঝাঁক বালিহাঁস
সাইয়িদ রফিকুল হক

একঝাঁক বালিহাঁস কতদিন দেখি না,
মনে হয় একদিন স্বপ্নে তাদের দেখেছিলাম,
অথচ তাদের ডানা-ঝাপটানোর শব্দ
এখনও আমার কানে বাজে!
আর তাদের উড়ে যাওয়ার ছায়াটুকু
মনে হয় এখনও মিশে আছে
বাড়ির পাশে আমাদের সবুজ জলপাই-গাছে!
তবু তাদের আজকাল একেবারে দেখি না।
এই বাংলায় কত বালিহাঁস ছিল!
তাদের আগমনে বুঝে নিতাম
এই পৃথিবীতে আজও শান্তি আছে।
এখন শুধু মানুষই হারিয়ে যাচ্ছে না
ওইসব মানবরূপী-পশুদের হাতে,
মানবরূপী-পশুদের হাতে মরছে নির্বিচারে
নিরীহ-অসহায় বনের পশু—আর কী সুন্দর বালিহাঁসের দল!
একদিন হয়তো ওরা এই পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৭/২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।