আশ্রয়
- মোঃ নাইম আহম্মেদ - অপেক্ষা ১৪-০৫-২০২৪

কিছু কথা , কিছু গান
এইতো আমার সুখ
আশ্রয়ের আশা নিয়ে
বেধেছি দু-কুল ।
পরাজয়, কিছু ক্ষয়
নেই তবু ভয়
হারিয়ে যা ছিলো সব-
দিয়েছি বিদায় ।

বেধেছি হাত শক্ত প্রলয়
দেবনা পিছু টান
ফিরবোনা আমি আলশে আশায়
হতে চাই দূর্বার ।
সঙ্গি আমার নীল স্বপ্ন
বিদায় পূর্ব সুরে ,
হাতছানি দেয় কিছু গল্প
দাবির অঙ্গিকারে ,

বিদ্ধস্তময় হতাশ আমি
সুধুই যন্ত্রনা ,
নিজ গানে তাই চাইবো আমি
আশ্রয় ঠিকানা ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।