নির্বাসন
- শাহানারা সুলতানা তানিয়া ২০-০৫-২০২৪

নির্বাসনে যাক প্রেম, আবেগ এখন হেমলকের ঘোরে
আফিম তার বোধের গলি পেরিয়ে সীমান্তের কাঁটাতারে।
স্বপ্ন গুলো বন্দী থেকে থেকে, এক দিন ভুলে যায় পথ
পৃথিবীর তিনভাগ নোনাজলে, সমাধি রচে একটা ব্যর্থ মনোরথ ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।