আমি, আমার আরতি
- ফাহিম মাহমুদ আদি - শূণ্যতা ১৭-০৫-২০২৪

কালের খোজে কাল হারালাম,
কাল হলোনা আজ,
জীবন যাক, যেথা গিয়েছে চলে,
খোজে ফিরিনা আর।

মস্তিস্ক আমার অকেজো প্রায়,
অলস বনে গিয়েছে,
এলোপাতির ডিব্বা সঙ্গি প্রগাঢ় বিশ্বাসে।
ডান পকেট – বাম পকেট এলোপাতি ভর্তি,
অর্থ রাখার জায়গা সংকোলান, হেতা
মহা অসস্তি।

কথাগুলো কেমন চটাং চটাং রুপে রুপান্তি,
কোমল, সরল হতে মহা-রাগান্বিত যা
মহা-প্রলয়ী কালবৈশাখী।

চলছে তবুও, চলছি আমি, চলবে কিছু দিন,
নতোবা অপুরন্ত,
যা আরশের অধিপতির নিকট আমার চাহিদা,
যা আমার প্রাপ্ত।

-----------------------------------------------------------
তারিখ: ১৩-১০-২০১৬, স্থান: উত্তর বাঁশবাড়ীয়া, সময়: রাত ১:৪৭ মিনিট

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।