আকাশটাকে দেখে শেখো
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

আকাশটাকে দেখে শেখো
সাইয়িদ রফিকুল হক

আকাশটা যে কাঁদছে রোজ!
নিচ্ছো কি তার খোঁজ?
মনের দুঃখে ঝরছে জল,
বুকে তবুও কত বল!
হাসির দেখা মিলছে রোদে,
মেঘ কেটেছে কষ্ট-শোধে।
আকাশটাকে দেখেই শেখো,
কষ্ট-জয়ের অমর বাণী
জীবনভরে মনেই রেখো।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৩/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।