মধুর ধ্বনি
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

মধুর ধ্বনি সাইয়িদ রফিকুল হক বুকের ভিতর শব্দ আছে দগ্ধ-কঠিন শত, কোনোকিছুই নয় যে বন্ধু ভালোবাসার মতো! এই কথাটা শুনতে পেলে মনে জাগে আশা, এমন মধুর শুনলে ধ্বনি জীবন হবে খাসা! দীন-দুনিয়ায় ভালোবাসা সত্যি মধুর বুলি, মুছে দিবে একনিমিষে জীবনপাতার ধূলি! ভালোবাসার অংক কষে ঘুচাও মনের ভুল, এই জীবনে ফোটাও এবার রঙিন-প্রেমের ফুল! সাইয়িদ রফিকুল হক মিরপুর, ঢাকা, বাংলাদেশ। ২৭/১১/২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।