লাভের বাজার
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

লাভের বাজার
সাইয়িদ রফিকুল হক

লাভের বাজার গরম এখন
লোভ যে সবার বেশি,
ফায়দা লুটে ভণ্ডগুলো
ফুলায় কত পেশী!
এই দুনিয়ায় সবাই এখন
হচ্ছে অধম-কানা,
মানবজাতি এই না পাপে
হবে বুঝি ফানা।
লাভের হিসাব কষতে সবাই
পায় যে ভীষণ সুখ!
সাতসকালে দেখছি শুধু
পাপীগুলোর মুখ।
হায়রে অধম জনমপাপী
খেলবি কত খেলা?
দেখ না চেয়ে আসছে তেড়ে
অমোঘ মরণবেলা।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০২/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।