স্বার্থপর
- বিচিত্র কুমার ১৪-০৫-২০২৪

হঠাত্‍ হারিয়ে গেল অনুশ্রী
তাকে পাইনি খুঁজে আর,
শুনি অন্য ছেলের ভালোবাসায়
এখন তার নতুন সংসার।
.
চোখের জলে বুকভেসে যায়
কাঁদে আমার এ মন,
কদিন আগেই ছিল সে
আমার প্রিয় আপন জন।
.
সেদিন প্রথম ফাগুন বেলা
হাতে রেখে হাত দিয়ে ছিলে কথা,
তুমি সারাটা জীবন কেটে দিবে
আমার সাথে গাছ তলায় একা।
.
আমিও তোমার বুকেই বেঁধেছিলাম
আমার ভালোবাসার ঘর,
তুমি কেমন করে হতে পারলে বন্ধু
এতটা স্বার্থপর।
.

লেখাঃ০৫/০৬/২০১৬
দুপচাঁচিয়া,বগুড়া।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।