অপূর্ণ আশা
- ফয়জুস সালেহীন - আলো আর আঁধারের গল্প ২০-০৫-২০২৪

.হয়নি যাওয়া তোমায় নিয়ে সবুজ ঘাসের গালিচা দিয়ে অনেক দূর। হয়নি দেওয়া তোমায় নিয়ে কোন প্রেমগীতের নতুন সুর। হয়নি দেয়া তোমাকে এই বরষায় কদম ফুল। হয়নি শুঁকা তোমার মাথার কাল চুল। হয়নি শুনা তোমার মুখ থেকে তুমি সম্বোধন। হয়নি দেওয়া তোমার মিষ্টি দুটো ঠোঁটে একটি চুম্বন। হয়নি দেওয়া তোমাকে উপহার নীলাম্বরী শাড়ী। হয়নি আনা তোমাকে বধুবেশে আমার বাড়ী। ২০-৬-৯৫

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 5টি মন্তব্য এসেছে।

faijus
২৮-১০-২০১৫ ২২:৫৪ মিঃ

কৃতজ্ঞতা জানবেন।

faijus
২২-০৫-২০১৫ ০৮:৪৩ মিঃ

কৃতজ্ঞতা জানবেন আফজাল ভাই।

Afjal
১১-০৫-২০১৫ ০০:২১ মিঃ

খুব ভাল লাগলো

faijus
০৯-০৫-২০১৫ ০৮:২৪ মিঃ

অনেক প্রেরণা পেলাম কবিতা পাগল কবির।

kobitapagolkobir
০৯-০৪-২০১৫ ০১:১৩ মিঃ

ভাইয়া আপনে এতো ভালো কি করে লেখেন