সে ফিরে গেছে এ বাগিচা ছেড়ে
- সুদীপ তন্তুবায় (নীল) ২০-০৫-২০২৪

একদিন বেজেছিল নিক্কন
উঠেছিল অলোলিকা ধ্বনি
- সে ফিরে গেছে এ বাগিচা ছেড়ে!
এখন শুধু চতুর্দিকে
নিকুঞ্জ বাগে মর্মররব ।
অস্ত গেছে এক অনিত্য
ভালোবাসার সূর্য্য !
ফিরে গেছে চৈত্রের চৈতালি,
এসেছে ফিরে দমকা হাওয়ায়
উড়ি নিবারগুলো
- খন্ড বিখন্ড হৃদয়বিদারক
দুর্নিবার মেঘলা ভাবনগুলো ।
তারা হৃদয়ঙ্গম করে
প্রত্যক্ষ দৃষ্টির অগোচরে,
বৃষ্টি নামায়, অকিঞ্চন করে মোরে !
সিসৃক্ষা জন্ম নেয়
বিশীর্নমান হৃদয়ের নিভৃতে
তাকে অবিনশ্বর করতে ।
আলোলিত এই হৃদয়ে
তোমারি জ্বালানো অনির্বান প্রদীপ
আজ নিভে গেছে ;
প্রদীপের কালো অঞ্জনে
তোমারি নাম লিখি ;
- আমি ঋণী হতে চাই !
দুর্নিবার নিদারুণ অন্তর্দাহে
অবশেষে খুঁজে ফেরি
নরম খড়ের পালুই ।

রচনা : ১২/০৫/২০১২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।