মিছে-আশায়
- ফয়জুস সালেহীন ২০-০৫-২০২৪

একটি সচ্ছ জলাশয়ের মধ্যে যদি দেখা যায় চাঁদের প্রতিচ্ছবি জলাশয় যদি ভালবেসে চাঁদকে, চাঁদও যদি ভালবাসে জলাশয়কে তাতে কি আসে যায়? চাঁদের জন্ম শুধু আকাশেরই জন্যে। তবুও কেন ওরা ভালবাসে পরস্পরকে মিছে আশায়? ২৬-৬-৯৫ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।