আলগা-সুবাস
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

আলগা-সুবাস
সাইয়িদ রফিকুল হক

আলগা-সুবাস মাখলে গায়ে,
রোদের ভয়ে বসলে ছায়ে!
জীবন তোমার হবে কেমন!
পুত্তলিকা থাকে যেমন?
আসল-মানুষ হতে গেলে,
থাকতে হবে ডানা মেলে!
আর যে সুবাস রাখতে হবে
হৃদয়জুড়ে অনেক ঢেলে।
আলগা-সুবাস নকল-মানুষ
মাখছে এখন খুব যে বেশি,
আসল-সুবাস বের কর না
হৃদয়খুঁড়ে পূর্ণশশী!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।