নব | শতাব্দীর | সংশপ্তক
- সাজ্জাদ আলম - প্রথম অনুনয় তোমার আমার ১৭-০৫-২০২৪

সেই দিন নেই আর বেশি দুর
যে দিন বিজয়গাঁথা কথামালা নিয়ে সফলতা তার দরজায় কড়া নাড়বে, প্রিয়সী তাকে নিয়ে নানান স্বপ্নজাল বুনবে, প্রতিটা সাফল্য রচিত হবে কল্পকাহিনীতে, মনের মাঝে জমানো কষ্ট গুলো সুখ হয়ে চারপাশের তিমির কে, বলে দিবে ওগো তোমার আর কাজ নেই এখানে, আমি আলো হয়ে দিয়েছি ধরা তার আকাশে, শত বর্ষ পরে ও রবে সে, যে আছে আজ সংগ্রামের পথে, আলোকিত জীবনের লক্ষ্যে ---
"উদয়ের পথে শুনি কার বাণী
‘ ভয় নাই , ওরে ভয় নাই —
নিঃশেষে প্রাণ যে করিবে দান
ক্ষয় নাই তার ক্ষয় নাই । "
ওগো অভিযাত্রী তুমি নির্ভীক, তুমি নব শতাব্দীর সংশপ্তক, যাও বিজয়ের পথে, সে বসে আছে বিজয়
মাল্য হাতে নিয়ে,জয় তোমার সুনিশ্চিত হে কান্ডারী।

তারিখ : ০৯/১২/২০১৬।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।