বেকার জীবন
- বিচিত্র কুমার ১৫-০৫-২০২৪

লেখাপড়া শেষ করেছি
গ্রামের বাড়ি থাকি,
পাড়া প্রতিবেশী আমায় নিয়ে
এখন করে হাসাহাসি।
.
চাকরি এখন সোনার হরিণ
কোথায় পাব ভাই?
এ সমাজে আমার তো আর
কাকা মামা নেই।
.
চিন্তায় চিন্তায় ঘুম আসে না
বয়স ফুরিয়া যায়,
দালালেরা আবার চাকরির জন্য
অনেক টাকা চায়।
.
এখন আমি কী যে করি
হায়রে ভাবছি সারাক্ষণ!
এ সমাজে টাকা ছাড়া
চাকরি পেল ক জন।
.
১৪ জানুয়ারি,২০১৭
দুপচাঁচিয়া,বগুড়া।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।