স্বপ্নগুলো রঙিন ছিল
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

স্বপ্নগুলো রঙিন ছিল
সাইয়িদ রফিকুল হক

স্বপ্নগুলো রঙিন ছিল
মনটা ছিল কালো,
আঁধার-কেটে ফোটেনি তাই
নতুন-ভোরের আলো।
মনের মাঝে ব্যাধি ভীষণ
করছিলো সব কিলবিল!
আঁধার-মনে দেখা যায় কি
মুক্তি-আলো-ঝিলমিল?
স্বপ্নগুলো তোমার মনে
ঝরে গেল অকালে,
ভুলগুলো ঝেড়ে ফেলে
ফোটাও মন-ফুল সকালে।
আর যে কত থাকবে পড়ে
এমন ভুলের বিছানায়!
স্বপ্ন-রঙিন দেখে-দেখে
ছুটে যাও মূলস্বপ্নের ঠিকানায়।

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩০/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।