দেখেছিলাম একটি মেয়েকে
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

দেখেছিলাম একটি মেয়েকে
সাইয়িদ রফিকুল হক

বনের ধারে খুব সকালে
দেখেছিলাম একটি মেয়েকে,
আলো-ঝরা সেই সকালে
ফুলের মতো লাগছিলো তাকে!
আকাশের রঙ মুছে গেল
মেয়েটির রঙ দেখে,
বনভূমির সবুজ-রঙটা
কোথায় গেল ঢেকে!
বনের ধারে খুব সকালে
দেখেছিলাম স্বপ্ন একটি,
ভেঙে গেল তার সবকিছু
হাসলো শুধু মেয়েটি!


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৩/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।