চোখে শুধু জল
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

চোখে শুধু জল
সাইয়িদ রফিকুল হক

চোখের কোণে দেখছি তোমার কালি,
ক’দিন পরে অশ্রু ঝরে খালি!
বুকে তোমার বাজে ব্যথার সুর,
দুঃখের নেশায় ডুবে তুমি চুর!
হাতের লক্ষ্মী পায়ে ঠেলে
আনলে তুমি দুঃখরাশি,
এমন সময় বলবে কে যে
বন্ধু তোমায় ভালোবাসি!
নিজের ভুলে ভাঙলে বুকের বল,
বন্ধু তোমার চোখে শুধু জল!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৬/০২/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।