তুমি ভেসেই চলেছ
- সুদীপ তন্তুবায় (নীল) ২০-০৫-২০২৪

তুমি এক শতদলের
বিচ্ছিন্ন পাপড়ী,
ভেসেই চলেছ টুকরো টুকরো
তরঙ্গ ভেঙে !
দেখছ সূক্ষ্ম নিশীথের বিভীষিকা !
দেখছ আলোকের নির্ঝর !
দেখছ...........
উষ্ন স্রোতে তুমি শ্রান্ত
শীতলতায় স্নিগ্ধ, প্রশান্ত.....
তুমি ভেসেই চলেছ
অন্তিম তরঙ্গটা ভেঙে
সরোবরের অতল
পঙ্কিল মৃত্তিকা স্পর্শিতে ।

রচনা : ০৯/০৫/২০১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।