সাম্প্রদায়িক
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

সাম্প্রদায়িক
সাইয়িদ রফিকুল হক

তোমার রঙের হোলি দেখে
কলজে জ্বলে কার?
মানুষ-নামের পশু ওরা
সাম্প্রদায়িক আর।
খুশি মনে হোলির রঙে
করছে মানুষ ফুর্তি,
তুমি পশু ধরলে কেন
হঠাৎ অগ্নিমূর্তি?
বাড়ি তোমার কোন দেশেতে?
নামটা বলি পাকিস্তান,
হোলির রঙে হয় না বেজার
খাঁটি মুসলমান।
তোমার রঙের হোলি দেখে
ক্ষেপছে কত অধার্মিক!
ওরা হলো বাংলাদেশের
আসল সাম্প্রদায়িক।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৭/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।