ভালোবাসার মিশন
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

ভালোবাসার মিশন
সাইয়িদ রফিকুল হক

নতুন করে বলবো কী আর
ঘটনাটা জটিল ভীষণ!
রজব আলী করছে চালু
ভালোবাসার মিশন।
একটা ছাড়ে একটা ধরে
কোনটা যেন টেকে,
রজব আলীর চুলগুলো সব
এবার যাবে পেকে!
রূপকুমারীর দলটা ভারী
সব যে চালাক খুব,
সবার ফন্দি বুঝেশুনে
রজব এখন চুপ!
প্রেমের ইচ্ছা মরে গেছে
রজব আছে বেশ,
লোকসমাজে কাহিনীটা
হয় না তবুও শেষ!
দিনদুপুরে ঘুরছে রজব
বুড়িগঙ্গার ঘাটে,
শেষকালে যে রজব আলী...
ভাঙ্গবো হাঁড়ি হাটে?

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।