বাংলাদেশের রোহিঙ্গা
- মোঃ রিদওয়ানুল ইসলাম রিফাত - জীবনের বাকেঁ বাকেঁ ২০-০৫-২০২৪

হঠাৎ করে, মিয়ানমারে
সীমান্ত বাহিনীর নয় সেনা মরল,
দোষটা যে ঘুরে-ফিরে
রোহিঙ্গাদের ওপর পড়ল।
তাই দেখে যে প্রাণ বাঁচাতে,
ছুটল তারা বাংলাদেশে,
হাতে নিয়ে জীবনটাকে,
ঢুকল তারা অবশেষে।
মিয়ানমারেরা চাইছে এখন
মিয়ানমার থেকে সকল রোহিঙ্গাকে,
করতে নিধন,
তাই বলে কী সব গুলোকে এক সাথে তবে,
বাংলাদেশে সীমান্ততে ঢুকিয়ে দিতে হবে।
তোমরা তোমরা করো নারে ভাই মারামারি আর হাঙ্গামা,
মিছি মিছি কেন বানাও বাংলাদেশের রোহিঙ্গা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

almamun1996
১০-০৪-২০১৭ ১৫:৪৫ মিঃ

সুন্দর লিখেছেন কবি