কষ্ট
- মোঃ রিদওয়ানুল ইসলাম রিফাত - জীবনের বাকেঁ বাকেঁ ২০-০৫-২০২৪

কষ্ট, ভীষণ কষ্ট
না বোঝার কষ্ট
না বলার কষ্ট
না মানার কষ্ট
নিরবে কান্নার কষ্ট
পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কষ্ট
বেকার যুবকদের চাকুরী না পাওয়ার কষ্ট
বানভাসীদের কষ্ট
হঠাৎ মায়ের মৃত্যুর কষ্ট
ছেলে হারানোর কষ্ট
তুমি চলে যাবার কষ্ট
তুমি না ফিরে আসার কষ্ট
এত গভীর কষ্ট যে তা সহ্য করাও কষ্ট
মনে হয় কিছু কষ্ট এমনি হয়,
যা মুখ খুলে বলার মতন নয়।
আবার কিছু কষ্ট নিরবে সহ্য করে যেতে হয়।
সবার সাথে তাল মিলিয়ে সামাজিকতা রক্ষা করতে হয়
এটা আরও বেশী কষ্ট ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।