আজব সন্ত্রাস
- মোঃ রিদওয়ানুল ইসলাম রিফাত - জীবনের বাকেঁ বাকেঁ ২০-০৫-২০২৪

দেশে আজ কী ভয়ংকর, কী আজব সন্ত্রাস!
দিনে দিনে বদলে যাচ্ছে যুগের বাতাস।
ধীরে ধীরে ধেয়ে আসছে কঠিন সর্বনাশ,
একটু ভেবে দেখুন তো, কোথায় আমরা আজ?
যখন তখন বোমা ফেলে বলে এটা ধর্মের কথা,
গলা কেটে মানুষ মারে, সে কী যে নৃশংসতা।
এই নিয়ে সারা ‘দেশের আজকে’ কত যে মাথা ব্যাথা।
রাজনীতীবিদ একে যে অপরের পুড়ছে যে কত ‘খেতা’।
আর সব ছাড়ো, হও এবার জড়ো হে বাঙালি জাতি
মনে কর এটা একাত্তরের যুদ্ধ হত যদি।
ইসলাম হলো শান্তি ধর্ম
ইসলাম হলো সাম্য
ইসলামকে ঘিরে সন্ত্রাসবাদীতা
নয় তো কারো কাম্য।
সন্ত্রাসকে রূখতে হলে এক হও মুসলমান।
একতা আর ঐক্যের বলে ধ্বংস কর মুসলিম বিরোধী শয়তান।
রণক্ষেত্রের শ্রেষ্ঠ বীর কাপিয়ে দাও তরবারী,
ভয় পেয়ে যাবে আইএস নামের শত্রুর কলিজাখানি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।