মুসলমানের ধর্মনেশা
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

মুসলমানের ধর্মনেশা
সাইয়িদ রফিকুল হক

ঈমান বেচলে অস্ত্র পাবে
আরও পাবে খুন,
মুসলমানের ধর্মনেশায়
আজ লেগেছে ঘুণ!
সহজপথে চাচ্ছে সবাই
খুব যে বড় ধার্মিক হতে,
মাথায় টুপি লম্বা-জোব্বা
কিন্তু কেউ নাই সত্যে!
ধর্ম এখন নেশার মতো
গিলছে অনেক পাষণ্ড,
কিন্তু দেখি ঈমান ছাড়া
তারা অতি ভণ্ড!
তোমার যদি থাকে ঈমান
বুকের মধ্যে একটুখানি,
তবে শোনো ওই কান পেতে:
সাধকগণের অমিয় বাণী।
ধর্মনেশায় মানুষখুনের
নাই যে কোনো অনুমতি,
তবুও কেন ভণ্ডগুলোর
ঠিক হয় না মতিগতি!
ধর্ম হলো সাধনার ফল
নাই যে এতে নেশা,
এখন দেখি ধর্মজীবী
গড়ছে অনেক পেশা!
মুসলমানের ধার্মিক হয়ে
ধর্মনেশা ছাড়তে হবে তাই,
এই দুনিয়ায় নেশাখোরের
বাঁচার কোনো উপায় নাই।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।