অনুশোচনা
- মোঃ রিদওয়ানুল ইসলাম রিফাত - জীবন ২০-০৫-২০২৪

ও তোর দিন যে গেল, সন্ধ্যা হলো,
ভবের নেশায় রইলি মেতে।
ডাক দিয়েছেন যাবার তরে,
কি নিবি তোর সাথে ওরে,
পিছন ফিরে একবার দেখ না রে,
আমল নামা যে তোর ফাঁকা।
দিন যে গেল রঙ্গ রসে যাবার কথা ভাবলি না।
অন্ধকর ঘরের কথা একবারও ভেবে দেখলি না।
শমন যখন ধরবে ঘিরে
নিয়ে যাবে তোরে অচিনপুরে,
সাড়ে তিন হাত কবরখানা
এটাই যে তোর হবে আসল ঠিকানা।
অনন্ত কাল রইবি পড়ে অন্ধকার এ সমাধিতে
তবুও কী তোর পাপ কাজ করতে বাধেঁ না হিতাহিতে।
কালেমা, সালাত, রোজা, যাকাত,হজ্জ,
এটাই যে ছিল তোর পর পারের সম্বল।
সর্বহারা হয়ে তুই পারি দিলি পরপারে।
কাটাবি এবার অনন্ত কাল অন্ধকারে,
সাপ বিচ্ছুর কামড়ে।
করবি কি এখন ওরে।
অনেক সময় পেয়েছিলি তুই নেক আমল করার লাগি,
সে সব কথা ভুলে ত্ইু হয়েছিলি আল্লাহ্র পথ হতে বিবাগী।
সময়টাকে ভুল ভাবে ব্যয় করে যে জনা,
তাকেই এক সময় করতে হয় জীবনের অনুশোচনা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।