ভালোবাসা তুমি কেমন করে আসো
- সুদীপ কুমার ঘোষ (চোখেরবালি) ১৭-০৫-২০২৪

ভালোবাসা তুমি কেমন করে আসো?
নবপল্লব খচিত সবুজ বৃক্ষে মঞ্জুরীত ফুলের মতো,
নাকি হিমালয়ের শ্বেতশুভ্র বরফের শীতল হাওয়ার মতো,
প্রচণ্ড দাবদাহ গ্রীষ্মে তৃষ্ণার্ত পথিকের এক ফোঁটা জলের মতো।

ভালোবাসা তুমি কেমন করে আসো?
নীল আকাশে ভেসে বেড়ানো শুভ্র পেঁজা মেঘের মতো,
নাকি বিস্তীর্ণ পাহাড় থেকে ঝড়ে পড়া ফেনিল ঝরনার মতো,
নয়তো কি গহীন অরণ্যে পথ খুঁজে পাওয়া পরিশ্রান্ত ব্যাধের মতো।

ভালোবাসা তুমি কেমন করে আসো?
নদীতে পাল তুলে ভেসে বেড়ানো নৌকার মতো,
নাকি নিকষ কালো গভীর রাতে মধুর স্বপ্নের মতো,
সমুদ্রের বালু তটে আছড়ে পরা তরঙ্গিত ঢেউয়ের মতো।

ভালোবাসা তুমি কেমন করে আসো?
এক্সরে প্লেটে বিদীর্ণ করা রঞ্জন রশ্মির মতো,
নাকি হঠাৎ কেঁপে চৌচির হয়ে যাওয়া ভূমিকম্পের মতো,
সুদূর আকাশ থেকে নিঃশব্দে নেমে আসা শিকারী বাজপাখির মতো।

ভালোবাসা তুমি কেমন করে আসো?
শীতের সকালে এক পেয়ালা গরম চায়ে চুমুক দেয়ার মত,
নাকি ভালোবাসা আসে নিরবে গোপনে সকলের মনের অন্তরালে,
ভালোবাসা তুমি যেমন করেই আসো তবু আসো একবার হলেও আসো।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।