ভালোবাসতে
- ভিনদেশী - আপন মন ২১-০৫-২০২৪

বরাবরের মতো আজও হেটে চলেছি
নির্জন গুহার ওপাশে আলো আছে শুনেছি
দেখা হয়ে ওঠেনি কোনবার
বারবার ফিরতে চেয়েও এগিয়ে গেছি

মায়াবতী তুমি নাকি সেখানে বাস করো
যেখানে ক্লান্ত পথিক পথ ফিরে পায়
সুগন্ধি ফুলের উপর ভ্রমর নাচে
রক্তিম আলোয় ছেয়ে ফেলে চাঁদ

মায়াবতী, জানো?
পুরোনো কোন সুরে
গাথা পরবো বকুল ফুলে
বাধা ভুলে নতুন সকাল দেখবো বলে
আজও তোমায় চাই.

ত্রুটি রেখেছি বলে মনে হয়নি
তোমায় ফেরাতে চাওয়ায়,
আমিতো ভাসতে চেয়েছি
চেয়েছি হাসতে
আমিতো ভাবতে চেয়েছি ,
ভালোবাসতে.......

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।